Khoborerchokh logo

অটো পাসের সিদ্ধান্তে জটিলতা আরও বাড়বে শিক্ষার্থীদের,অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান 302 0

Khoborerchokh logo

শিক্ষাবিদ অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ওগবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান বলেছেন,অটো পাসের সিদ্ধান্ত ফলাফলে জটিলতা বাড়াচ্ছে। এ রেজাল্ট তৈরিতে হিমশিম পরিস্থিতিতে পড়তে হবে বোর্ডকে।কারণ জেএসসি,এসএসসি ও এইচএসসির পাঠ্যসূচি আলাদা।অনেক শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করেছে,অনেকে মানোন্নয়ন দেবে।এ ফল নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকেও ঝামেলায় পড়তে হবে।গতকাল তিনি বলেন,বিশ্ববিদ্যালয়ে ২০০ নম্বরের পরীক্ষায় ৮০ নম্বর আসে এসএসসি ও এইচএসসির রেজাল্ট থেকে।এবার এইচএসসির রেজাল্ট তৈরিই হচ্ছে এসএসসির রেজাল্ট নিয়ে।দুবার একই ফল নিয়ে ভর্তি পরীক্ষার ফলে যোগ করা সম্ভব না।এটা কখনো সঠিক মূল্যায়ন হবে না।ভর্তি পরীক্ষা যদি বিশ্ববিদ্যালয় নিতে পারে তাহলে এইচএসসি পরীক্ষা নেওয়াও সম্ভব ছিল।এ শিক্ষাবিদ আরও বলেন,উপজেলা পর্যায়ে কেন্দ্র বাড়িয়ে এইচএসসি পরীক্ষা নিলে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হতো।বিশ্ববিদ্যালয়গুলো ভর্তিপরীক্ষা নেবে বিভাগীয় পর্যায়ে।সেখানে সারা দেশের শিক্ষার্থী,অভিভাবকরা আসবে।এতে তো ভিড় আরও বাড়বে।ভর্তি পরীক্ষা দিতে শিক্ষার্থী-অভিভাবকদের পুরো দেশ ঘুরতে হবে।গুচ্ছ পরীক্ষা না নিলে শিক্ষার্থীদের দৌড়াতে হবে করোনার ঝুঁকি নিয়ে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com